বাচ্চা কি ঘুমের মধ্যে বিছানা ভেজায়?
ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলা অনেক ছোট বাচ্চারই একটা সমস্যা। একদম ছোটবেলায় আপনি সন্তানকে ন্যাপি পরিয়ে শোওয়াতে পারেন। কিন্তু একটা বয়সের পর ডায়াপারের অভ্যাস কাটানো জরুরি। বাচ্চা যদি মাঝেমধ্যেই বিছানা ভিজাতে থাকে, তাহলে সেটা সমস্যার বিষয়। তবে এটা নিয়ে বাচ্চাকে একদমই বকাবকি করবেন না। মনে রাখবেন, বিছানা ভিজিয়ে ফেলায় সেও কিন্তু লজ্জায় পড়েছে। কোনও কোনও বাচ্চা কেন ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলে, তার একাধিক কারণ থাকতে পারে।
এটা বংশগত হতে পারে।
অনেক সময় টয়লেটে যাওয়া প্রয়োজন বুঝতে পেরেও বাচ্চার ঘুম ভাঙতে চায় না। এর কারণ শারীরিক বা মানসিক স্ট্রেস হতে পারে।
আপনার বাচ্চার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন নেই তো? ডাক্তারের কাছে গিয়ে একবার পরীক্ষা করিয়ে নিন।
এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতা, মেরুদণ্ডের সমস্যা থেকেও ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলার প্রবণতা দেখা দিতে পারে।
বিছানায় শুতে যাওয়ার আগে অবশ্যই টয়লেট করিয়ে আনবেন। পারলে মাঝরাতেও একবার টয়লেট করিয়ে নিন। অভ্যাস হয়ে গেলে দেখবেন ধীরে ধীরে বিছানা ভেজানোর প্রবণতা কমবে।