মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল চান মেনন

ঢাকা-৮ আসনে বৈধতা পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বুধবার দুপুরে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী জিয়াদ আল মালুম।
পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।
এই আইনজীবীর অভিযোগ, মির্জা আব্বাসের স্ত্রী যে ঋণখেলাপি এটা তিনি হলফনামায় গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন-তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন-সে তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।