কর্ণফুলি টানেলের খনন কাজ উদ্বোধন

  প্রকাশিত হয়েছেঃ  04:06 AM, 24 February 2019

কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল নির্মাণ কাজ শুরু হবে আগামীকাল। টানেলটি নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৮৮০ কোটি টাকা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ প্রকল্পের খনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রকল্পে চট্টগ্রামের পতেঙ্গাস্থ কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রধানমন্ত্রী দুই টিউব বিশিষ্ট দেশের প্রথম টানেলের খনন কাজের সূচনা করবেন।

প্রায় আট হাজার আটশত আশি কোটি টাকা ব্যয় হবে টানেলটি নির্মিত হতে। ২০২২ সালের মধ্যে এই টানেলের নির্মাণ কাজ শেষ হতে পারে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীনে এর নির্মাণ কাজ চলবে।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :