ফখরুলের গাড়িতে হামলা, চালক অাহত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলা করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা। এসময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং চালক হেলাল আহত হন।
মনোনয়ন চূড়ান্তের শেষ সময়ে গভীর রাত পর্যন্ত গুলশান কার্যলয়ে ছিলেন বিএনপি মহাসচিব।
নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী ঘোষণা দেয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সমর্থকরা।
তৈমুর অালমের সমর্থকেরা ফখরুলের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ফখরুলের গাড়ি চালক হেলাল অাহত হন।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।