গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে ৫ জন নিহত

  প্রকাশিত হয়েছেঃ  05:08 PM, 03 December 2018

গাজীপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনার পাঁচ যাত্রী নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন।

সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান, সোমবার সকালে হালডোবা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর এলাকার মো. মিজানুর রহমান (৫০) ও রাতুল (১৮) নামে এক তরুণ।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

এসআই শহীদুল বলেন, রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে বাসটি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যাচ্ছিল। পথে বিপরীতমুখী লেগুনার সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতরা সবাই পুরুষ।”

এ দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হলে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

তাদের মধ্যে কয়েকজনকে পাঠানো হয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসক প্রণয়ভূষণ দাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। আর দুলাল (৪৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।

এছাড়া খাইরুল (৪০), খলিল (৪০) ও নিশান আহমেদসহ (২৮) চারজনকে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :