খালেদার সব মনোনয়ন বাতিল করল ইসি

  প্রকাশিত হয়েছেঃ  05:24 PM, 03 December 2018

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনেরই মনোনয়ন বাতিল হয়ে গেছে। দুর্নীতির অভিযোগে তার ফেনী-১ এর পাশাপাশি বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনের মনোনয়নগুলো বাতিল করা হয়।

আমাদের ফেনী সংবাদদাতা জানান, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আজ (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া এবং আরও তিনজনের মনোনয়ন বাতিল করে দিয়েছেন।

অন্য তিনজন হলেন: বিএনপি মনোনীত নূর মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চৌধুরী ও মিজানুর রহমান

রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদ বগুড়া-৬ আসনের জন্যে জমা দেওয়া খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে দিয়েছেন। তবে সেই আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

একই অভিযোগে বিএনপি প্রধানের বগুড়া-৭ আসনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ (২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা সারাদেশে ৩,০৬৫ মনোনয়নপত্র বাছাই করছেন।

বিএনপির পক্ষ থেকে গতকাল বলা হয়েছে , খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে দলের পক্ষ থেকে আইনি লড়াইয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :