এএফপির বর্ষসেরা ২০১৮ ছবিসমগ্র
-
বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সিরিয়ার সরকারি ও রুশ বাহিনীর হামলায় আহত এক শিশুকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন এক চিকিৎসাকর্মী। হামুরিয়া, পূর্ব ঘৌতা, সিরিয়া, ৬ জানুয়ারি।
-
হন্ডুরাসে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধী দলের এক সমর্থকের অভিনব প্রতিবাদ। তেগুসিগালপা, হন্ডুরাস, ২১ জানুয়ারি।
-
থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার পর উদ্ধার হওয়ার কিশোর ফুটবলারের দল। তাদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো নেভি সিলের সাবেক সদস্য সামান কুনানের ছবি হাতে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় তারা। চিয়াং রাই হাসপাতাল, থাইল্যান্ড, ১৫ জুলাই।
-
সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা এক অভিবাসনপ্রত্যাশী পরিবারের। তাঁরা এসেছেন মধ্য আমেরিকার দেশ থেকে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এল চাপারেল সীমান্ত, তিজুয়ানা, মেক্সিকো, ২৫ নভেম্বর।
-
ফিলিস্তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর কাঁদানে গ্যাস নিক্ষেপ। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। জাবালিয়া, গাজা উপত্যকা, ১৪ মে।
-
হৃদ্যতাপূর্ণ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, ২৪ এপ্রিল।
-
বিয়ের দিন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। সেন্ট জর্জ চ্যাপেল, উইন্ডসর ক্যাসেল, যুক্তরাজ্য, ১৯ মে।
-
পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে উওর কোরিয়ার চিয়ার লিডারদের আনন্দ। গ্যাংনিউং, দক্ষিণ কোরিয়া, ১৫ জানুয়ারি।
-
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই দেখতে ভিড় জমিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারও, দক্ষিণ সুমাত্র, ইন্দোনেশিয়া, ১৯ ফেব্রুয়ারি।
-
বরফের মধ্যে মনের আনন্দে শিশুদের খেলাধুলা। ইয়ামালো, রাশিয়া, ৬ মার্চ।
-
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আলোচিত সেই জ্যাকেট। যার পিঠে ‘আই রিয়েলি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ লেখা সমালোচনার জন্ম দেয়। মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ২১ জুন।
-
মরিচ খাওয়ার প্রতিযোগিতা। ৭ জুলাই। এই প্রতিযোগিতায় বিজয়ী এক মিনিটে ৫০টি মরিচ খেয়েছিলেন। নিংজিয়াং, হিউনান প্রদেশ, চীন, ৮ জুলাই।
-
মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়। এর প্রতিবাদে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে গড়ে ওঠে আন্দোলন। আয়োজন করা হয় মার্চ ফর আওয়ার লাইভস। এতে অংশ নিয়ে কথা বলার সময় অশ্রুসজল শিক্ষার্থী আন্দোলনকারীরা। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ২৪ মার্চ।
-
ইসরায়েলের হামলার প্রতিবাদে শামিল হওয়া প্রতিবন্ধী যুবক সাবের আল-আশকার। গাজা উপত্যকা, ১১ মে।
-
স্টার্লিং নামের পাখি দল বেঁধে বানিয়েছে বিশাল এক পাখি। রাহাত, ইসরায়েল, ২২ জানুয়ারি।