ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত, ইশতেহার ১৭ ডিসেম্বর

  প্রকাশিত হয়েছেঃ  10:39 PM, 06 December 2018

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে জনসভার তারিখ জানানো হবে। আগামী ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ফখরুল এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গণহারে মনোনয়নপত্র বাতিলের পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। প্রতীক বরাদ্দের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একইসঙ্গে প্রতীক বরাদ্দের পরেই নিজ নিজ এলাকায়, নিজ নিজ প্রতীক নিয়ে জনগণের সামনে মিছিল করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিটি জেলায় এ প্রোগ্রামগুলো রাখা হয়েছে। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ১০ তারিখের জনসভা নির্বাচনের কারণে স্থগিত করা হচ্ছে। পরবর্তী সময়ে এই জনসভার তারিখ ঘোষণা করা হবে। এটা সম্ভবত নির্বাচনি প্রচারণার শেষের দিকে এই জনসভা করা হবে।’

সর্বশেষ গত ৬ নভেম্বর বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট।

গত ১৩ অক্টোবর বিএনপি, ড. কামাল হোসেনের ঐক্যপ্রক্রিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য মিলে সাত দফা দাবি জানানোর মধ্য দিয়ে জাতীয় এক্যফ্রন্ট গঠিত হয়। পরে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগও ঐক্যফ্রন্টে যোগ দেয়।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :