সারাদেশের রাস্তা মেরামতের ঘোষণা কাদেরের

  প্রকাশিত হয়েছেঃ  04:54 PM, 19 February 2019

ঈদ ও বর্ষায় সড়কপথে চলাচলে দুর্ভোগ কমাতে তিন মাসের মধ্যেই সারাদেশের বেহাল রাস্তাগুলো মেরামত করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সড়ক ভবনে সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সড়ক পথে যাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশে বেহাল রাস্তাগুলো মেরামত করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি মেরামতের কাজে নিম্নমানের কাঁচামাল যাতে ব্যবহার করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্তকও করে দেন।

আর ব্যয় বেশি হলেও টেকসই ও মানসম্পন্ন নির্মাণের ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় সড়ক মেরামত ও নির্মাণ কাজে নিম্নমানের কাঁচামাল ব্যবহার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

তিনি জানিয়েছেন, সড়কের দুই পাশে রাস্তাগুলো দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

১৪ দল ভাঙনের কোনো কারণ নেই বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ বলেছেন, শরিক দলগুলোর মধ্যে ছোট-খাটো মান অভিমান থাকতে পারে। এই মান অভিমানের কারণও হয়ত সবাই জানেন। এখানে তেমন কোনো সমস্যা নেই। তবে আশা করি খুব শিগগিরই এ অভিমান কেটে যাবে।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :