বাড়তি ওজনে বাড়ে ক্যানসারের আশঙ্কা

  প্রকাশিত হয়েছেঃ  09:44 PM, 29 December 2018

শরীরে মেদের পরিমাণ বেড়ে গেলে অথবা ওজন বৃদ্ধি পেলে কয়েক ধরনের ক্যানসারের আশঙ্কাও বেড়ে যায়। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ক্যানসার’-এ প্রকাশিত ওই গবেষণাপত্র থেকে জানা যায়, বিশ্বে ক্যানসার আক্রান্ত মানুষের মাঝে ৩ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রেই দায়ী থাকে শরীরের বাড়তি ওজন আর প্রয়োজনের তুলনায় শরীরে অতিরিক্ত মেদ।

অতিরিক্ত ওজন আর মেদের কারণে শরীরে অন্তত ১৩ রকমের ক্যানসার বাসা বাঁধতে পারে। এর মধ্যে স্তন, লিভার ও প্রস্টেট ক্যানসার অন্যতম বলে জানিয়েছে গবেষণাপত্রটি।

এ বিষয়ে গবেষণার অন্যতম গবেষক হিউনা সুং বলেছেন, ‘শরীরের বাড়তি ওজন আর মেদ যে ক্যানসারের আশঙ্কা আরও বাড়িয়ে দেয় সে বিষয়ে জানা নেই অনেকেরই। সচেতন না হলে এটি রোধের খুব সহজ কোনো উপায় নেই।’

‘ক্যানসার’ গবেষণাপত্রটি আভাস দিয়েছে, আগামী ১২ বছরের মধ্যে বিশ্বে ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে আরও ২১ কোটি ৭০ লক্ষ। আর এ অসুখে ভুগে মৃত্যুর সংখ্যা বাড়বে আরও ১ কোটি ৩০ লক্ষ।

আপনার মতামত লিখুন :