নিয়োগ দেবে বিজিবি

  প্রকাশিত হয়েছেঃ  10:48 AM, 14 January 2019

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । ১৩টি পদে বিভিন্ন গ্রেডে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারেন।

পদের নাম

ইমাম, অফিস সহকারী, অফিস সহায়ক (এমএলএসএস), মুয়াজ্জিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী ওবিএম ড্রাইভার, টেইলর, মেসওয়েটার, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা

১৩টি পদে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইমাম ও মুয়াজ্জিন পদের জন্য ন্যূনতম ফাজিল ও আলিম পাস এবং অন্যান্য পদের জন্য ন্যূনতম এসএসসি/জেএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজনীয়। সব পদে আবেদনের জন্য ৭ জানুয়ারি, ২০১৯ তারিখে বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া যোগ্যতার বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম বেতন ৮২৫০- ২৪৬৮০টাকা দেওয়া হবে। এ ছাড়া বাড়িভাড়া এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের (sms) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

এসএমএসের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে আগামী ১৫ জানুয়ারি, ২০১৯ তারিখ ১০টায় এবং শেষ তারিখ ১৯ জানুয়ারি, ২০১৯ তারিখ ২৪টায়।

প্রিয় পাঠক, আপনিও আওয়ার বাংলা অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি খুঁজে পেতে চাইলে প্রতিষ্ঠানের লোগো / ছবি এবং নিয়োগ বিজ্ঞপ্তিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার প্রতিষ্ঠানের নামে প্রকাশ করা হবে। সাহায্যের জন্য কল করুনঃ ০১৯১৪৪৪০০০৫

আপনার মতামত লিখুন :