গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে করণীয়

  প্রকাশিত হয়েছেঃ  04:15 AM, 24 February 2019

বর্তমানে বেড়ে গেছে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার হার। এসব দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা বেশ জরুরি। কিছু ছোট ছোট বিষয় খেয়াল রাখলে এসব দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। চলুন জেনে নিই এজন্য করণীয় কিছু কাজ-

● প্রতিদিনের রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করে রাখুন।

● সিলিন্ডার কোনোভাবেই চুলার কিংবা আগুনের পাশে রাখবেন না। এতে বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যায়।

● ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা জানালা খুলে দিন এবং যত দ্রুত সম্ভব এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।

● রান্নাঘরের দরজা জানালা খোলা রাখুন। অন্তত রান্না শুরুর আধা ঘণ্টা আগে রান্নাঘরের জানালা খুলে রাখুন।

● রান্নাঘরে ভেন্টিলেটর রাখুন।

● গ্যাসের গন্ধ নাকে এলে কোনোভাবে ম্যাচের কাঠি জ্বালাবেন না। ইলেকট্রিক সুইচ, মোবাইল ফোন অন বা অফ করা থেকে বিরত থাকুন।

● সিলিন্ডার থেকে নিচু স্থানে কখনোই চুলা রাখবেন না। সিলিন্ডার থেকে কমপক্ষে ৬ ইঞ্চি ওপরে চুলা রাখুন।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :