কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত

  প্রকাশিত হয়েছেঃ  05:00 PM, 25 January 2019

কোপা আমেরিকার ৪৬তম আসরের ড্র শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কোপা আমেরিকা ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। যেখানে দক্ষিণ আমেরিকার দশটি দেশ ও আমন্ত্রিত দেশ খেলে।

এবারের আসরে …
‘এ’ গ্রুপে খেলবে ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলাবলিভিয়া
‘বি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়েকাতার
‘সি’ গ্রুপে খেলবে উরুগুয়ে, জাপান, ইকুয়েডর ও বর্তমান চ্যাম্পিয়ন চিলি

১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট-২০১৯। ১৪ জুন সাওপাওলোতে হবে উদ্বোধন। আর ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে হবে ফাইনাল।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। খেলাধুলা বিষয়ে যেকোন তথ্য, প্রতিবেদন, প্রশিক্ষণ, টিপস, আপনার প্রতিষ্ঠানের খেলা সংক্রান্ত অলোচনা নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :