ঋণ খেলাপিদের ধরতে আইন সংশোধন করতে হবে: অর্থমন্ত্রী

  প্রকাশিত হয়েছেঃ  09:41 AM, 10 January 2019

নতুন সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ব্যাংক কোম্পানি আইন খুব দ্রুত সংশোধন করা হবে, যাতে ঋণ খেলাপিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ব্যাংক কোম্পাানি আইনটি সংশোধন ও পরিমার্জন করবো। এছাড়া বিধি পরিবর্তন ও কেন খেলাপি ঋণ ব্যাংকের ব্যালেন্স শিট থেকে বাদ দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আপাতত ব্যাংকিং কমিশন করার দরকার নাই কারণ দেশের ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো আমরা ইতোমধ্যেই চিহ্নিত করতে পেরেছি।’

বুধবার (৯ জানুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও কর্মকতাদের সঙ্গে অর্থ-মন্ত্রণালয়ের সভা কক্ষে বৈঠক শেষে নতুন অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কিছু কিছু আইনে বিচ্যুতি আছে। সেই আইন গুলো সংশোধন করবো। নন পারফরমিং লোন বিপুলভাবে কমে আসতো, যদি আমরা সেভাবে আইনগুলো করতে পারতাম। আইনের দুর্বলতার কারণে ঠিকভাবে প্রয়োগ করতে পারছি না।’

তিনি বলেন, ‘সরকারি বা বেসরকারি ব্যাংকের ঋণ খেলাপি হলে দেশের জনগণের অর্থ বেহাত হয়ে যায়। পার্লামেন্ট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এ বিষয়ে একমত হবে ও সাহায্য করবে।’

মন্ত্রী বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পর্যাপ্ত জনবল নেই। অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে জনবল নিয়ে এসে এ প্রতিষ্ঠান চালাতে হয়। ফলে এ প্রতিষ্ঠানের কোনো জবাবদিহিতা নেই। জনবল নিয়োগ করতে পারলে দেশের জনগণের কাছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জনবলকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো।’

তিনি বলেন , দেশের ব্যাংকগুলো খেলাপিগুলো কেন রিটেন অফ করে, কেনই বা ব্যাংকের ব্যালেন্স শিট থেকে সেই খেলাপি ঋণ বাদ দেওয়া হয় তা যাচাই করতে একটি পর্ষবেক্ষণ কমিটি করবে তারা এ বিষয়টির খতিয়ে দেখবে ।

মুস্তফা কামাল বলেন, ‘সরকারি কর্মকর্তা যদি ঋণ খেলাপির সাথে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্বিধাবোধ করবো না।’

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :