‘ইয়েলো ভেস্ট’ ঝাঁকুনি আইফেল টাওয়ারেও

  প্রকাশিত হয়েছেঃ  01:38 PM, 07 December 2018

ফ্রান্সে সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের ঝাঁকুনি লেগেছে প্যারিসের আইফেল টাওয়ারেও!

জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদের ওই আন্দোলনের ফলে সহিংসতার আশাঙ্কায় শনিবার আইফেল টাওয়ার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বলেছেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮৯ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সহিসংতার আশাঙ্কায় দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। সঙ্গে কিছু জাদুঘরও বন্ধ রাখতে বলা হয়েছে।

আসন্ন পহেলা জানুয়ারি থেকে দেশটিতে জ্বালানির ওপর বর্ধিত কর কার্যকর হওয়ার কথা ছিল। গত ১৭ নভেম্বর এর পরিপ্রেক্ষিতে গ্যাসোলিন ও ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে আন্দোলন শুরু হয়।

এক পর্যায়ে আরও কিছু দাবিও ওঠে আন্দোলন থেকে। সরকারবিরোধী আন্দোলনে রুপ নেয় এটি। হাজার হাজার মানুষ গ্রামাঞ্চল থেকে গাড়িতে করে রাজধানীতে এসে বিক্ষোভে যোগ দেন।

হলুদ রঙের নিরাপত্তা জ্যাকেট (জিলে জোন) পরে বিক্ষোভকারীরা রাস্তায় নামার কারণে গণমাধ্যমে ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিতি পায় এই আন্দোলন।

টানা দুই সপ্তাহ দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের পর মঙ্গলবার জ্বালানির ওপর বর্ধিত কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকার।

আপনার মতামত লিখুন :