৮ ব্যাংকের ”সিনিয়র অফিসার” পদের ফল প্রকাশ, ভাইভা শুরু ১০ ডিসেম্বর

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভূক্ত সমন্বিত আট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার’ পদের লিখিত পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে।
চার হাজার ১১ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল দেখতে ক্লিক করুন>>>ফলাফল<<<
উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ সেপ্টেম্বর সম্মিলিত আট ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।