মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহত ২৫, আহত ৫০
মিশরের কায়রোর প্রধান ট্রেন স্টেশনে একটি ট্রেন রেলগেট ভেঙে বিস্ফোরিত হলে অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত- জানায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ‘আল-জাজিরা’। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ফটোগ্রাফগুলোতে কায়রোর কেন্দ্রীয় স্থানের বিল্ডিং থেকে বিলুপ্ত কালো ধোঁয়া মেঘের মতো দেখা গিয়েছিল।
ফুটেজে জ্বলন্তট্রে নে ও পাশাপাশি একটি প্ল্যাটফর্মের অগ্নিকাণ্ডে আহতদের সাহায্যের জন্য মানুষকে দৌড়ে আসতে দেখা গেছে। অ্যাম্বুলেন্স ও রেসকিউ টিম দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে মেডিকেল সূত্র জানায়।
মিশরের জাতীয় রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, বেশ কয়েকজন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি স্টেশনের একটি কনক্রিট ও স্টিলের রেলগেটে ধাক্কা দেয় এবং এর ফলে আগুন ছড়িয়ে পরে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।