আফ্রিকান নেশন্স কাপের আসর মিশরে
পঞ্চমবারের মতো আফ্রিকান নেশন্স কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মিশর। ফলে ২০১৯ সালের আসরটি ফারাওদের ঘরেই অনুষ্ঠিত হবে।
কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) এক সভায় ভোটাভুটির মাধ্যমে মিশরকে নির্বাচিত করা হয়। ভোটে মিশর একমাত্র প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকাকে হারায়।
যদিও আগামী জুনে অনুষ্ঠেয় আসরের আয়োজক হওয়ার কথা ছিল ক্যামেরুনের। তবে প্রস্তুতি ঠিক মতো সম্পন্ন করতে না পারায় আয়োজনের দায়িত্ব হারায় দেশটি।
এর আগে ১৯৫৭, ১৯৭৪, ১৯৮৬ ও ২০০৬ সালে এ টুর্নামেন্ট আয়োজন করে মিশর।
আগামী ১৫ জুন আফ্রিকা নেশন্স কাপ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। মূল পর্বে অংশ নেবে মোট ২৪টি দেশ।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। খেলাধুলা বিষয়ে যেকোন তথ্য, প্রতিবেদন, প্রশিক্ষণ, টিপস, আপনার প্রতিষ্ঠানের খেলা সংক্রান্ত অলোচনা নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।